ইরানের সঙ্গে সীমান্ত সংযোগ বন্ধ করল ইরাক

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ইরাকের সীমান্ত সংযোগ বন্ধ করে দিয়েছে বাগদাদ। ইরানে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক এ পদক্ষেপ নিয়েছে দেশটি। যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, ইরানে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর গতকাল শুক্রবার থেকে ইরাক দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে বলে উল্লেখ করেছে মিডল ইস্ট মনিটর।

ইরান সীমান্তবর্তী ইরাকের মাইসান প্রদেশ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। মাইসান প্রদেশ ইরানের খুজেস্তান প্রদেশের সঙ্গে সংযুক্ত। মাইসানকে ইরাকের পোর্ট সিটি বলা হয়।

এছাড়া শিয়াদের পবিত্র শহর নাজাফ ভ্রমণের ওপর ইরাকি জনগণকে সতর্ক করা হয়েছে।

গত কয়েক দিনে ইরানে করোনা ভাইরাসে সংক্রমিত ২জন নাগরিকের মৃত্যু এবং বেশ কয়েকজন সংক্রমিত হওয়ার খবর প্রকাশের পর ইরাক এ সিদ্ধান্ত নিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.