ইরানের সঙ্গে যে তিনটি গুরুত্বপূর্ণ স্মারকে সই করেছে রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে ইরান ও রাশিয়া। এসব সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে জ্বালানি এবং ব্যাংকিং সম্পর্ক আরও বিস্তার লাভ করবে।
বুধবার ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেহরান সফররত রাশিয়ায় উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে বৈঠকের সময় এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
ইরানের তেলমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান তাদের নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, জাতীয় মুদ্রা ব্যবহারের বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হবে।
এ ছাড়া তিনি আরও জানান, ইরান ও রাশিয়া ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে। (সূত্র: প্রেস টিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.