বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বড় পরিসরে হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ তাদের টেলিগ্রামে জানিয়েছে, বৃহস্পতিবার সকালের ক্ষেপণাস্ত্র হামলার ‘প্রধান লক্ষ্যবস্তু’ ছিল ‘বৃহৎ (ইসরায়েলি সেনাবাহিনীর) কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪১) সদর দফতর এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির’। খবর আল জাজিরা’র।
এতে বলা হয়, স্থাপনাটি বে’র শেভায় সোরোকা হাসপাতালের পাশে অবস্থিত।
আইআরএনএ দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট ‘শকওয়েভের কারণে’ হাসপাতালটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আরও বলা হয়, ‘সামরিক (ইসরাইলি) অবকাঠামো ছিল এ হামলার সুনির্দিষ্ট এবং সরাসরি লক্ষ্যবস্তু।’
যদিও ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের দাবি, সোরোকা হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এতে বহু হতাহতের আশঙ্কাও করা হচ্ছে।
সোরোকা মেডিকেল সেন্টারের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়াকে ‘একটি সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিযোগ করেছেন ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.