ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বিচারক রাইসি

(ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বিচারক রাইসি–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন দেশটির বিচারক ইব্রাহিম রাইসি। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানিদের একজন। দেশটিতে মোট ভোটার প্রায় ছয় কোটির কাছাকাছি হলেও এখন পর্যন্ত ভোট পড়েছে দুই কোটির কিছু বেশি।
আজ শনিবার (১৯ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভোটকেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক ভোটারকে অপেক্ষায় থাকতে দেখা গেছে।
সরকারি জনমত জরিপের তথ্যানুযায়ী, ৪৪ শতাংশ ভোটার ভোট দিতে পারেন যা ২০১৭ সালের ৭৩ দশমিক ৩ শতাংশের চেয়ে অনেক কম।
২০১৯ সালে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন আয়াতুল্লাহ খোমেনি। ইরানের প্রভাবশালী ‘রেভুলোশনারি গার্ড’দেরও সমর্থন রয়েছে রাইসির পেছনে।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করা রাইসি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছেন। কয়েক দশক আগে রাজনৈতিক বন্দিদের হত্যার ঘটনায় তিনি জড়িত এমন সন্দেহে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.