ইরানের প্রতি আবারও কৃতজ্ঞতা জানালেন বাশার আল-আসাদ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সব সংকটে পাশে থাকার জন্য আবারও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশটিতে সফররত ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গতকাল রবিবার (২৯ আগস্ট) দামেস্কে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট আসাদ। 
এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার বাশার আসাদকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইরান ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিশনগুলোকে আরো বেশি কার্যকর ও সক্রিয় করা প্রয়োজন।
বাশার আসাদের সঙ্গে সাক্ষাতের আগে আমির-আব্দুল্লাহিয়ান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই সাক্ষাতেও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হয়।এর আগে ইরাক সফর শেষে গতকাল রবিবার (২৯ আগস্ট) বিকেলে দামেস্কে পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.