ইরানের পারমাণবিক চুক্তি রক্ষায় সময় আছে কয়েক সপ্তাহ : যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তি রক্ষার জন্য সময় আছে আর মাত্র কয়েক সপ্তাহ। এরপর পরমাণু কর্মসূচিতে তেহরানের অগ্রগতির ফলে সেখান থেকে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে।
বৃহস্পতিবার ভিয়েনায় এই মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিদের সঙ্গে এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত ভেঙে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে মনে হচ্ছে, চুক্তি মেনে চলতে দ্বিপক্ষীয় ঐকমত্যে যাওয়ার জন্য আমাদের মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।
তিনি আরও বলেন, আমাদের সময় খুব কম। একেবারে কম। কারণ ইরান পারমাণবিক অস্ত্রের পর্যাপ্ত উপাদান মজুদের পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। যেখান থেকে ফিরিয়ে আনা কঠিন হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.