BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরানের পরমাণু ইস্যু নিয়ে যা বলল রাশিয়া

ইরানের পরমাণু ইস্যু নিয়ে যা বলল রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গত জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ফের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘রাজনৈতিক সমাধানের পথেই অটল রয়েছে মস্কো।’

মস্কোতে এক সংবাদ সম্মেলনে জাখারোভা ঘোষণা দেন, ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়াকেই রাশিয়া দৃঢ়ভাবে গুরুত্ব দিচ্ছে।

রুশ সংবাদ সংস্থা তাস বলছে, সাম্প্রতি রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি এবং সংশ্লিষ্ট আলোচনার বিষয় উঠে আসে। এ প্রসঙ্গে জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়ে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন ‘সামরিক পদক্ষেপ’র ঝুঁকি নিয়ে রাশিয়া বারবার সতর্ক করেছে। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে থাকা যে কোনো পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা ‘অগ্রহণযোগ্য’- এ কথাটি মস্কো জোর দিয়ে বলে আসছে।

জাখারোভা উল্লেখ করেন, আত্মরক্ষার দাবি তুলে যুক্তরাষ্ট্র যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে, তা শুধু আন্তর্জাতিক অ-বিস্তার ব্যবস্থাকে গভীর সংকটে ঠেলে দেয়নি, বরং পরমাণু অস্ত্র নিয়ে করা এনপিটি চুক্তির নীতিমালাকেও ক্ষতিগ্রস্ত করেছে।

রুশ এই কূটনৈতিক আরও বলেন, কিছু বিদেশি পক্ষ ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলেও তেহরান এখনো সংলাপকেই অগ্রাধিকার দিচ্ছে এবং মনে করে যে পারস্পরিক উদ্বেগ বিবেচনায় নিয়ে সমান মর্যাদার আলাপ-আলোচনার ভিত্তিতেই জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব।

জাখারোভা আরও উল্লেখ করেন, আলোচনা পুনরায় শুরু করতে হলে ইরানকে অবশ্যই ‘গুরুতর নিশ্চয়তা’ পেতে হবে যে তাদের পরমাণু স্থাপনাগুলো আর কখনো ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার লক্ষ্যবস্তু হবে না।

তিনি আরও জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির ভাষা বাদ দিয়ে ইরানের সঙ্গে আবারও কূটনীতির পথে ফিরতে হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?