ইরানের দৃষ্টিতে যে কারণে যুদ্ধবিরতিতে ইসরাইল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হঠাৎ করে ইসরাইল কেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তার কারণ জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।
তিনি জানিয়েছেন, হেরে যাওয়ার ভয়ে ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে- এমনটি অনুভব করলে তেলআবিব কখনও যুদ্ধ থামাতো না।
গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ-এর এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সালামি বলেন, ইসরাইলের অক্ষমতা ও ব্যর্থতা আজ স্পষ্ট, তাই দেশটি যদি তার ভুলগুলো থেকে শিক্ষা না নেয় এবং আবারও ভুল করে, তাহলে তারা আরও বড় ধ্বংসযজ্ঞের শিকার হবে। 
তিনি বলেন, ইসরাইল তার দুর্গ থেকে গাজায় স্থল অভিযান চালানোর ফলে তাকে এর মূল্য দিতে হয়েছে। ৩০০ এর বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে হামাস। শত্রুরা ভেবেছিল শিশু, নারী ও নবজাতক শিশুদের হত্যা করে তারা বিজয়ের পতাকা উড়াবে এবং তাদের কাছে বিজয়ের সংজ্ঞা কেবল এটাই যে, প্রতিরক্ষাহীন অসহায় বেসামরিক লোকদের ধ্বংসস্তূপের নিচে সমাধিস্থ করা!
জেনারেল সালামি আরও বলেন, উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলকে ব্যস্ত রেখেছে এবং ইসরাইল পশ্চিম তীরেও সংকটের শিকার হয়েছে। ফলে ইসরাইলিরা দিনরাত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
গাজার যুদ্ধকে সবচেয়ে কঠিন যুদ্ধ হিসেবে উল্লেখ করে জেনারেল সালামি বলেছেন, এ যুদ্ধে ইসরাইলের সহযোগী হয়েছে মার্কিন, ফরাসি, ব্রিটিশ ও জার্মান সরকারসহ একদল মুনাফিক শক্তি। কিন্তু তারা সবাই পরাজিত ও হতাশ হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.