ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচ মাত্রার ভূমিকম্প: আহত ৭৫
বিটিসি নিউজ ডেস্ক: ইরানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৭৫ জন আহত হয়েছে। গতকাল রোববার ইরাক সীমান্তে এ ভূমিকম্প আঘাত হানে। তবে আহতদের মধ্যে মাত্র একজনের অবস্থা গুরুতর।
দেশটির জরুরি মেডিকেল সার্ভিসের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৫ দশমিক ৯ বলে জানিয়েছিল। তবে পরে জানানো হয়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
এর আগে নভেম্ভর মাসে দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে সাত শতাধিক লোক আহত হয়। যদিও তা খুব গুরুতর ছিল না।
প্রসঙ্গত, ২০০৩ সালে পশ্চিমাঞ্চলীয় কারমান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৩১ হাজার লোকের প্রাণহানি ঘটে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.