বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রতিনিয়ত তীব্র হচ্ছে ইরান-ইসরাইল সংঘাত। বৃহস্পতিবার (১৯ জুন) সকালেও ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। এতে দক্ষিণ ইসরাইলের বে’র শেভায় অবস্থিত সোরোকা হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট শকওয়েভের কারণে ওই হাসপাতালটি ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে। কারণ, ইরানের এ হামলার মূল লক্ষ্য ছিল ইসরাইলি সামরিক স্থাপনা।
তবে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের দাবি, সোরোকা হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সোরোকা মেডিকেল সেন্টারের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়াকে ‘একটি সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিযোগ করেছেন ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইসরাইলকে লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহর নিক্ষেপ করার পরপরই জেরুজালেম এবং তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ হামলার পর মধ্য থেকে উত্তর ইসরাইলে ‘এয়ার অ্যালার্ট’ জারি করা হয়েছে। ইসরাইলের কমপক্ষে চারটি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে স্থানীয় গণামধ্যম।
এছাড়াও পূর্বে তেল আবিব ও রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.