ইরানজুড়ে বিক্ষোভ, প্রেসিডেন্টের হুঁশিয়ারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্লোগানে স্লোগানে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে গোটা ইরানজুড়ে। হিজাব আইন লঙ্ঘনের কারণে পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যু আলোড়িত করেছে হাজারো ইরানীর হৃদয়কে। তবে দেশজুড়ে চলতে থাকা এই বিক্ষোভের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
শনিবার (২৪ সেপ্টেম্বর) তিনি বলেন, “যারা দেশজুড়ে সহিংস বিক্ষোভ করছে, তাদের পরিকল্পিতভাবে মোকাবিলা করা হবে।”
ইরানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে বিক্ষোভের বিরুদ্ধে অভিযানে নিহত বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্যের পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
সেখানে রাইসি বলেন, “যারা দেশের নিরাপত্তা ও শান্তিপূর্ণ অবস্থার বিরোধিতা করছে, তাদেরকে মোকাবিলা করতে হবে।”
এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে রাইসি জানিয়েছিলেন, স্বাভাবিক বিক্ষোভের অনুমতি দেয়া উচিত, তবে সহিংসতা মেনে নেয়া হবে না।
দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনে এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন। কিন্তু অ্যাক্টিভিস্টদের দাবি, নিহতের সংখ্যা অন্তত ৫০। আটক করা হয়েছে ৭৩৯ জন বিক্ষোভকারীকে।
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের হিজাব আইন লঙ্ঘনের দায়ের গ্রেফতার করা হয় কুর্দি নারী মাহশা আমিনিকে (২২)। পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে পড়ার পর গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়।
আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের হিজাব আইন ও নারীদের চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়। (সূত্র: ডয়চে ভেলে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.