ইরাকে সশস্ত্র হামলায় তুরস্কের ৩ কূটনীতিক নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একটি রেস্টুরেন্টে সশস্ত্র হামলায় তুরস্কের তিন কূটনীতিক  হয়েছেন। কুর্দিস্তান ওয়ার্কাস পার্ট (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গতকাল বুধবার ইরবিলে তুর্কি কনস্যুলেটের একদল কর্মকর্তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত এক অস্ত্রধারী। এতে সেখানকার এক উপ-কনসাল জেনারেল এবং তার সঙ্গে থাকা দুই কূটনীতিক নিহত হন।

ওই হামলার পর ইরবিলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তুর্কি কূটনীতিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় পিকেকের নাম রয়েছে।

১৯৮০ সাল থেকে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কাস পার্ট (পিকেকে)। তাদের দমনে অভিযান অব্যাহত রেখেছে তুর্কি সেনাবাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.