ইরাকে টাইগ্রিস নদীতে ফেরি ডুবি নিহত ৬০ জন
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত হয়েছেন অন্তত ৬০ জন। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে প্রায় ২০০ যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ফেরি ডুবির খবরটি নিশ্চিত করেছে।
সূত্র: বিবিসি: মসুলের বেসমারিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জানিয়েছেন, ডুবন্ত ফেরির বেশিরভাগ যাত্রী নারী এবং শিশু। যাদের বেশিরভাগ আবার সাঁতার জানে না।
উদ্ধারকারীরা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
তবে এ ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সামজিক যোগাযোগ মাধ্যমে উল্টে যাওয়া ফেরি এবং ভাসমান যাত্রীদের ভিডিও প্রকাশ করা হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.