নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নওগাঁ সেস্টেডিয়ামে ইয়াং টাইগার অনুর্ধব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উদ্বোধনী দিনে সফররত রাজশাহী ১০৩ রানের বিশাল ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায়। টস জয়ী রাজশাহী ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫১ রান।
দলের পক্ষে সর্বোচ্চ সিয়াম ২৬ রান করেন। বিপক্ষ দলের পক্ষে নিরব আলী ২৪ রানে ৪টি উইকেট নেন। ১৫২ রানের টার্গেট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে ৪৮ রানে গুড়িয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ আরাফাত জয় ১৩ রান করেন।
বিপক্ষ দলের পক্ষে আব্দুল্লাহ মুবিন ৫ রানে ৬টি ও নিযামুল ১২ রানে ২টি উইকেট নেন। মুবিন এই অলরাউন্ডার ক্রিকেটার রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র বলে জানা যায়।
আজকের খেলায় জয়পুরহাট ও বগুড়া জেলা অংশ নেবে। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নওগঁ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান, সাবেক জাতীয় ফুটবলার এনামুলসহ উভয় দলের কর্মকর্তা ও খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.