ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুনামেন্ট : রাজশাহী সেমিতে

নিজস্ব প্রতিবেদক: আবারো রাজশাহী জয় করে সেমিতে উঠেছে। নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্টিত জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সফররত রাজশাহী ৪ উইকেটে সফররত সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে সেমিতে উঠেছে। পীচ ভিজে থাকার কারনে বেলা সাড়ে ১১টায় নির্ধারিত ৫০ ওভার কাটিল করে ৩২ ওভারে খেলা শুরু হয়।
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টসে হেরে ব্যাট করতে নেমে সিরাজগঞ্জ জেলা নির্ধারিত ৩২ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৯৯ রান।
দলের পক্ষে সর্বোচ্চ খায়রুল আমিন ২৪ ও জালাল উদ্দিন ২১ রান করেন। রাজশাহীর পক্ষে আসাদুজ্জামান ২০ রানে ৪টি উইকেট নেন। রাজশাহী ১০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে (১০১ রান)।
দলের পক্ষে সর্বোচ্চ উইকেটে কিপার বখতিয়ার তন্ময় অপরাজিত ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করেন।
সিরাজগঞ্জের পক্ষে খায়রুল আমিন ২০ রানে ২টি ও মহিউদ্দিন রিয়াদ ৩৬ রানে ২টি উইকেট নেন। আজ বিরতী। আগামী বৃহস্পতিবার (৫ডিসেম্বর) জয়পুর হাট জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.