নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সফররত রাজশাহী ১৯৪ রানের বিশাল ব্যবধানে জয়পুরহাট জেলা হারায়।
টস জয়ী রাজশাহী ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ রায়াত ৩৫ বলে ৩১, হাশেম ৩৪ বলে ২৭, তানজিদুল ৯০ বলে ৭১ ও কাশিদ ৯৭ বলে ৮৯ রান করে।
বিপক্ষ দলের পক্ষে নিরব ৪২ ও শুভ ৬০ বলে ৩টি করে উইকেট নেন। জয়পুরহাট ৩০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ১১৪ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ শুভ ১০৯ বলে ৫৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে কাশিদ ২০ রানে ২টি ও হোসাইন ১৫ রানে ৬টি উইকেট নেন।
এই টুর্নামেন্ট উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ নাকিব হাসান তালুকদার। এসময় উভয় দলের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.