ইভিএম পদ্ধতির প্রচারনা চলছে, ১৪ মে মক ভোট

 

খুলনা ব্যুরো : কেসিসি নির্বাচনের দু’টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) পদ্ধতিতে ভোট দেয়ার জন্য প্রচারনা চলছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ২৪ নম্বর ওয়ার্ডের সোনাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই জসিম উদ্দীন হোস্টেল কেন্দ্রে বড় পর্দায় ভিডিও চিত্র দেখানো হচ্ছে। যা চলবে ভোটের আগেরদিন পর্যন্ত।

এছাড়া উক্ত দু’টি কেন্দ্রে ভোটের আগের দিন ১৪ মে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইভিএম’র মাধ্যমে মক ভোটিং কার্যক্রম। সোনাপোতা স্কুল কেন্দ্রে এক হাজার ৯৯ জন মহিলা এবং পিটিআই জসিম উদ্দিন হোস্টেল কেন্দ্রে এক হাজার ৮৭৯জন পুরুষ ভোটারকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে হবে।

ইভিএম ভোটিং পদ্ধতি সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মো: রুহুল আমিন মল্লিক বলেন, দু’টি কেন্দ্রের ভোটারদের ইভিএম পদ্ধতির ভোটদান সম্পর্কে সচেতন করার জন্য ইতোমধ্যেই ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে তাদের কার্যক্রম শুরু করেছে। ভোটাররা যাতে সরাসরি ভিডিও দেখে এ সম্পর্কে ধারনা নিতে পারে সেজন্য উল্লিখিত দু’টি কেন্দ্রেই প্রতিদিন বিকেল তিনটা হতে রাত নয়টা পর্যন্ত বড় পর্দায় ভিডিওচিত্র দেখানো হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.