ইভিএম থাকলে রাতে আর ব্যালট ভর্তি করার সুযোগ থাকবে না : সিইসি

ঢাকা প্রতিনিধিআজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও এ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, রাতে ব্যালট বাক্স ভর্তি করার প্রবণতা রোধেই নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের দিকে ঝুঁকছে।

তিনি বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম ইসির পক্ষে একা রোধ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দূর দূরান্ত এলাকায় সকাল বেলা তো ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে যাওয়া যায় না, ইভিএম থাকলে রাতে আর ব্যালট ভর্তি করার সুযোগ থাকবে না।

নুরুল হুদা বলেন, এসবের জন্য কারা দায়ী, তাদের শিক্ষা দেয়ার ক্ষমতা এই মুহূর্তে কমিশনের নেই, এবং সেভাবে বলারও কোনো সুযোগ নেই যে কি কারণে এগুলো হচ্ছে, কাদের কারণে হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.