ইব্রাহিমোভিচের রেকর্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: এক বছরের বেশি সময় পর এসি মিলানের অধিনায়কের আর্মব্যান্ড পরেই আগের দিন মাঠে নেমেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মাঠে নেমেই সিরি-আ’তে নতুন এক রেকর্ড গড়েছেন সুইডিশ এই তারকা। ইতালিয়ান লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েছেন ইব্রাহিমোভিচ।
উদিনেসের বিপক্ষে এসি মিলানের হয়ে সমতাসূচক গোলটি করেন ইব্রাহিমোভিচ। তার এই স্পটকিক গোলেই হয়েছে নতুন রেকর্ড। উপলক্ষটা যদিও জয়ে রাঙাতে পারেননি ইব্রাহিমোভিচ। তার দল হেরে গেছে উদিনেসের কাছে। ইতিহাসে নাম লিখিয়ে গর্ব অনুভব করলেও দলকে পয়েন্ট এনে দিতে না পারায় হতাশ সুইডিশ তারকা।
তবে ইতালিয়ান লিগে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলদাতা এখন ইব্রা। গোল করার সময় তার বয়স ছিলো ৪১ বছর ১৬৬ দিন। এরআগে রেকর্ডটি ছিলো এসি মিলানের সাবেক ডিফেন্ডার আলেসান্দ্রো কোস্তাকুর্তার।
২০০৭ সালে তিনি গোল করেছিলেন ৪১ বছর ২৫ দিনে। আর ৪০ বছর ১৩১ দিনে গোল করে তৃতীয় স্থানে আছেন য়্যুভেন্টাসের সাবেক স্ট্রাইকার সিলভিও পিওলার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.