ইবিতে ১৩ তম মেধা তালিকা প্রকাশ, ভর্তি ১৬ ফেব্রুয়ারি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের ১৩ তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। নতুন এ তালিকায় বিষয়প্রাপ্তদের ১৬ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। এ ছাড়া কেউ সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ১৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd)  লগইন করে বিকেল ৪ টার মধ্যে বন্ধ করতে হবে।
বিজ্ঞপ্তির সূত্র অনুযায়ী, ১৩ তম মেধাতালিকায় এ ইউনিটে ৯ হাজার ৯৯২, বি ইউনিটে ৩ হাজার ২৩১ ও সি ২ হাজার ২৫৭ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয়প্রাপ্ত হয়েছেন।
এদিকে ১১ মেধা তালিকা পর্যন্ত চূড়ান্ত ভর্তি শেষে ২০২০টি আসনের মধ্যে ১৯৫ আসন খালি ছিল। এ সব আসন পূরণের লক্ষ্যে গত ১৪ ফেব্রুয়ারি তিন ইউনিটে যথাক্রমে ৮ হাজার ৮৪৬, ৩ হাজার ১৮৫ ও ২ হাজার ২১৯ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামী (কুষ্টিয়া) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.