ইপিএল: ম্যানসিটিকে হারিয়ে তিনে ইউনাইটেড

বিটিসি স্পোর্টস ডেস্ক: সাউদাম্পটনের কাছে হারের পর ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, এভাবে খেললে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পাত্তাই পাবো না। শেষ পর্যন্ত তার আশঙ্কাটাই হয়েছে সত্যি। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে মানতে হয়েছে ২-১ গোলের হার। ঘরের মাঠে জয় তুলে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে রেড ডেভিলরা।
১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে এখন ইউনাইটেড। সমান খেলায় এক পয়েন্ট এগিয়ে থাকা ম্যানসিটি দ্বিতীয় স্থানেই রয়েছে। শীর্ষে থাকা আর্সেনাল এক ম্যাচ কম খেলে পেয়েছে ৪৪ পয়েন্ট।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে হওয়া ম্যাচের ৩০ শতাংশ সময় ম্যান ইউনাইটেডের দখলে ছিল বল। যদিও একের পর এক দারুণ আক্রমণ করলেও জালের দেখা পাওয়ায় গোলশূন্য ছিল প্রথমার্ধ।
৬০ মিনিটে কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে বল নিয়ে গোলমুখে থাকা জ্যাক গ্রিলিশ হেডে লক্ষ্যভেদ করে সিটিকে এগিয়ে দেন।
এরপর ৭৮ মিনিটের মাথায় কাসেমিরোর বাড়ানো বল পেয়ে ডান পায়ের দূরপাল্লার শটে ব্রুনো ফের্নান্দেস বল জালে পাঠান। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান।
চার মিনিট পর আলেজান্দ্রো গার্নাচোর পাসে বল পেয়ে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কাস র‍্যাশফোর্ড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.