ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফ ‘গৃহবন্দি’

(ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফ ‘গৃহবন্দি’–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফকে ‘গৃহবন্দি’ করা হয়েছে। আজ শুক্রবার (০৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান ইন্নাহদা পার্টির এক সদস্য। খবর মিডল ইস্ট আইয়ের।
আনোয়ার মারুফ ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় একজন নেতা। তিনি এর আগে দেশটির যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রেসিডেন্ট কায়েস সাঈদ ২৫ জুলাই ক্ষমতা দখল করার পর থেকে আনোয়ার মারুফই প্রথম কোনো ব্যক্তি যাকে ‘গৃহবন্দি’ করা হলো।
এ ক্ষমতা দখলকে ইন্নাহদা পার্টি ‘একটি সাংবিধানিক অভ্যুত্থান হিসেবে’ অভিহিত করে আসছে।
এ অভিযোগ প্রত্যাখ্যান করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রেসিডেন্ট সাঈদ বলেন, তিউনিসিয়া এবং তার নাগরিকদের রক্ষার জন্য যে পদক্ষেপ প্রয়োজন ছিল সেটিই নেওয়া হয়েছে।
এর পর মাসব্যাপী ২৭ আগস্ট পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট সাঈদ। এ সময়ের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে।
এর আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ স্থগিত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.