ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে আগুন। অগ্নিকাণ্ডের জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । আগুন দেখে ভয়ে চিত্‍‌‌কার করতে থাকেন যাত্রীরা। ট্রেনের মধ্যে হুড়োহুড়িও শুরু হয়ে যায়। অল্পের জন্য বড় বিপদ কিছু ঘটেনি। অগ্নিপ্রতিরোধ দফতরের কর্মীরা এসে, দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় রেল সূত্রে জানা যায়, কামাখ্যা এক্সপ্রেস বেনারস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সাত নম্বর বগিতে আগুন ধরে যায়।

ওই কামরার যাত্রীরা জানিয়েছেন, জোড়া স্টেশন আসার আগে সিটের নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা ভয়ে চিত্‍‌‍কার শুরু করে দেন। আতঙ্কিত হয়ে তারা হুড়োহুড়িও শুরু করে দেন।

জানা গেছে, ট্রেনটি জোড়াই স্টেশনে ঢুকলে, ওই কামরার যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়েন। ততক্ষণে খবর পেয়ে, রেলের পক্ষ থেকে দমকল বাহিনীকে অ্যালার্ট করা হয়। কয়েক মিনিটের মধ্যে দমকল বাহিনী চলে আসে। দ্রুত কামরার আগুন নিভিয়ে ফেলেন দমকলের কর্মীরা। সে সময় আপলাইনের ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.