ইন্দোনেশিয়ায় কারাগার ভেঙে ৮৭ বন্দি পালিয়ে গেছে

বিটিসি নিউজ ডেস্ক: গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ’র ল্যাম্বারো প্রদেশের একটি কারাগার ভেঙে পালিয়ে গেছে ৮৭ বন্দি। তাদের ধরতে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমেছে সেনাবাহিনীও।

কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ওই কারাগারের পরিচালক পাগু বুদি উটামি বলেন, বন্দিরা নিরাপত্তারক্ষীদের ওপর বোতল ও মরিচের গুড়ো নিক্ষেপ করে এবং তারপর বারবেল দিয়ে জানালা ভেঙে ফেলে। দাঙ্গা বাঁধিয়ে পালিয়ে যায় ১১৩ জন। পরে ২৬ জনকে আবার আটক করা হয়। পলাতক বাকি ৮৭ জনকে ধরতে পুলিশ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নেমেছে।

দাঙ্গার সময় ল্যাম্বারো কারাগারে বন্দি ছিল ৭২৬ জন।

এর আগে গত জানুয়ারিতেই আরেকটি কারাগারে দাঙ্গা বাঁধিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বন্দিরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.