বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু এবং এখনও ২১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা।
শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে চিলকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধসে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার সকাল পর্যন্ত যৌথ উদ্ধারকারী দল ২৩ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়।
তবে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি ২১ জনের সন্ধান চলছে।
নিখোঁজদের সন্ধানে বর্তমানে পুরোদমে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। তবে মাটির অস্থিতিশীল অবস্থা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন মুখপাত্র মুহারি। দ্রুততার সাথে উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার আগে আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতি সংস্থা চলতি সপ্তাহের শুরুতে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল।
সংস্থাটি সতর্ক করে জানায়, চরম আবহাওয়ার কারণে জলবায়ু-সম্পর্কিত দুর্যোগ হতে পারে এবং ইন্দোনেশিয়ার কয়েকটি অঞ্চলে আগামী সপ্তাহগুলোতে ভারি বৃষ্টিপাত হতে পারে। #

















