ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ২৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্কজ্বালানি ফুরিয়ে যাওয়ার পর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে ইন্দোনেশিয়া উপকূলে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় ২৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার বরাতে শনিবার (২৮ মে) সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ফেরিটি সুলাওয়েসি ও বোর্নিও দ্বীপগুলোকে আলাদা করা মাকাসার প্রণালিতে বৃহস্পতিবার (২৬ মে) ডুবে যায়। এ সময় ফেরিটিতে ৪৩ যাত্রী ছিলেন।
অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় প্রধান জুনাইদি জানান, ফেরিটি বৃহস্পতিবার ডুবলেও স্থানীয় কর্মকর্তারা এ খবর পান শনিবার।
জুনাইদি বলেন, ‘ওই ফেরির পাশ দিয়ে যাওয়া দুটি টাগবোটে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা নিখোঁজ অন্যদের সন্ধানে ৪০ সদস্যের একটি উদ্ধারকারী দল মোতায়েন করেছি।’
প্রায় ১৭ হাজার দ্বীপের দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে নৌ-নিরাপত্তার মান এখনও অনেকটা শিথিল।
গত সপ্তাহে পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে ৮০০ যাত্রী বহনকারী একটি ফেরি তলিয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে একটি ফেরি ডুবে প্রাণ হারান ১৫০ জনের বেশি। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.