ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে নেতাজির মূর্তি

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তাঁর একটি বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামীকাল রবিবার (২৩ জানুয়ারি) নেতাজির ১২৫তম জন্মবর্ষ উদযাপনের প্রাক্কালে গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) মোদি এ ঘোষণা দেন।
এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, মহান নেতার মূর্তিটি তৈরী সম্পন্ন হলে তিনি আগামীকাল রবিবার (২৩ জানুয়ারি) নেতাজির ১২৩তম জন্মবার্ষিকীতে তা উন্মোচন করবেন।
নরেন্দ্র মোদি টুইটারে আরও বলেন, “সমগ্র জাতি যখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি সে সময়ে আনন্দের সাথে জানাচ্ছি যে, গ্রানাইট দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তিটি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.