ইতিহাস সৃষ্টি সুপ্রিম কোর্টের

কলকাতা (ভারত) প্রতিনিধি: এই প্রথম ভারতের সুপ্রিম কোর্টে তিন মহিলা সহ ন-জন বিচার পতি শপথ নিলেন।
শপথ গ্রহণের পর নতুন বিচার পতিদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কইরেন রিজিজু।
তিন মহিলা বিচারপতির শপথ গ্রহণ কে ‘ঐতিহাসিক ‘মুহূর্ত  বলে আখ্যা দেন এবং বলেন তিন জন মহিলা বিচারপতির শপথ নেওয়া লিঙ্গ প্রতিনিধিত্বএর এক ঐতিহাসিক ঘটনা।
নতুন বিচারপতিদের মধ্যে রয়েছেন: মাননীয় অভয় শ্রীনিবাস ওকা (কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি), মাননীয় বিক্রম নাথ (গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি), মাননীয় জিতেন্দ্র কুমার মাহেশ্বরী (সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি), মাননীয় সি টি  রবিকুমার (কেরল হাইকোর্টের বিচারপতি), মাননীয় এম এম সুন্দরেশ (মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি)। নয়া তিন মহিলা বিচারপতিদের মধ্যে মাননীয়া বি ভি নাগরত্না (কর্ণাটক হাইকোর্টের বিচারপতি),মাননীয়া হিমা কোহলী (তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি),এবং মাননীয়া বেলা এম ত্রিবেদী (গুজরাত হাইকোর্টের বিচারপতি)।
এখন মাননীয়া ইন্দিরা বন্দোপাধ্যায় সহ মোট মহিলা বিচারপতির সংখ্যা আট।এছাড়াও এদিন বিচারপতি পদে শপথ নিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল মাননীয় পি এস নরসিমা।
এর ফলে শীর্ষ আদালতের বিচারক সংখ্যা দাঁড়াল তেত্রিশ। বর্তমান নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি সহ চোয়োঁত্রিশ জন থাকতে পারেন।
প্রথা অনুযায়ী কোর্ট রুমে বিচারপতিরা শপথ গ্রহণ করেন কিন্তু এদিন আদালত সংযোজিত প্রেক্ষাগৃহে তাঁরা শপথ নেন।
শপথ গ্রহণ পাঠ করান প্রধান বিচারপতি মাননীয় এন ভি রামনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.