ইতিহাস গড়ে ফরাসি ওপেন’র মুকুট জিতলেন টিনএজার শিয়াওতেক

বিটিসি স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য পথচলায় ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলেন ইগা শিয়াওতেক। ফরাসি ওপেনের মেয়েদের এককের ফাইনালে যুক্তরাষ্টের সোফিয়া কেনিনকে সরাসরি সেটে হারিয়েছেন এই পোলিশ খেলোয়াড়।

১৯ বছর বয়সী এই টিনএজার গোটা আসরে হারলেন না একটি সেটও! প্রতিযোগিতায় তার আগের ছয় প্রতিপক্ষের মতো শিরোপা নির্ধারণী লড়াইয়েও পাত্তা দিলেন না সোফিয়া কেনিনকে। একপেশে ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি গড়লেন ইতিহাস। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের এই তারকা।

ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সবচেয়ে কমবয়সী হিসেবে শিরোপা জিতলেন ২০০১ সালের ৩১ মে জন্ম নেওয়া শিয়াওতেক। রোলাঁ গারোঁয় আজ শনিবার শিরোপা লড়াইয়ে ৬-৪, ৬-১ গেমে জেতেন শিয়াওতেক। কোনো সেট না হারিয়েই মুকুট পরলেন এই টিনএজার।

৮১ বছরের মধ্যে প্রথম পোলিশ নারী হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন শিয়াওতেক। এবার হয়ে গেলেন দেশটির ইতিহাসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.