ইতিহাদের প্রতিশোধ নিয়ে শাস্তির কবলে রিয়াল মাদ্রিদ
বিটিসি স্পোর্টস ডেস্ক: প্লে অফ নিশ্চিত করতে পারবে কি না চ্যাম্পিয়নরা? চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে শুরুর দিয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে এমনই শঙ্কা জেগেছিল। তবে সব শঙ্কা উড়িয়ে এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কার্লো আনচেলত্তির দল। হাতশার সময় কাটিয়ে আবারও নিজেদের চিরচেনা ছন্দে ফিরতে শুরু করেছেন ভিনিসিয়ুস-এমবাপ্পে-বেলিংহামরা।
মাঠের খেলা স্বস্তি ফিরলেও লা লিগায় রেফারি ইস্যু নিয়ে ঘোলাটে সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়নরা, যা নিয়ে পালটা-পালটি অভিযোগ লা লিগা এবং রিয়াল মাদ্রিদের। এসবের মধ্যে এবার জরিমানার কবলে পড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
সেই সঙ্গে আছে নিজের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ের গ্যালারির আসন হারানোর শঙ্কা চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম ম্যাচে ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ সিটি সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
ইতিহাদে সিটি তারকা রদ্রির হাতে ব্যালন ডি’অর সম্মলিত ছবিতে লেখা ছিল ‘কেঁদে খুব ভাসিও না।’ মূলত ভিনিকে উদ্দেশ্য করে এমন ব্যানার নিয়ে এসেছিলেন সিটি সমর্থকরা।
এরপর গেল ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় দু’দল। সেই ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।
তবে ইতিহাদে যা করেছিলেন সিটি সমর্থকরা, বর্নাব্যুতে সেটার প্রতিশোধ হিসেবে সিটির ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে নিয়ে ব্যাঙ্গ করেন রিয়াল সমর্থকরা। সেই পর্যন্ত ঠিক ছিল সবই, কারণ এমন ঘটনা ফুটবলে হরহামেশাই ঘটে।
তবে ম্যাচ চলাকালীন সিটি বস পেপ গার্দিওলাকে নিয়ে বাজে মন্তব্য করে রিয়াল সমর্থকরা। যা বৈষম্যমূলক এবং সমকামিতা সংশ্লিষ্ট ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
যা উয়েফার আইনের ১৪ নম্বর ধারার লঙ্ঘন। যার কারণে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে রিয়াল মাদ্রিদকে। বিষয়টি গতকাল বিবৃতিতে নিশ্চিত করেছে উয়েফা। সেইসঙ্গে কড়া বার্তাও দিয়ে রেখেছে সংস্থাটি।
আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সাময়িক সময়ের জন্য সান্তিয়াগো বার্নাব্যুয়ের গ্যালারির ৫০০টি আসন নিষিদ্ধ করা হবে। যদিও ফুটবলে গ্যালারির আসন নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া নতুন কিছু নয়।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাব এবং জাতীয় দলের ওপরেও এমন নিষেধাজ্ঞা রয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.