ইতালি থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত নিখোঁজ

বিটিসি নিউজ ডেস্ক: ইতালিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত নিখোঁজ বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। পিয়ংইয়ংয়ের ওই শীর্ষ কূটনীতিক একটি পশ্চিমা দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এমন অসমর্থিত একটি খবরের পর এই ঘোষণা দিলো দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার একজন এমপি কিম মিন-কি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া ব্রিফিংয়ের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জো সং-গিল এক মাসের বেশি সময় আগে রোমের দূতাবাস থেকে পালিয়ে গেছেন।

দক্ষিণ কোরিয়ার এই এমপি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং-গিলের চাকরির মেয়াদ গত বছরের নভেম্বরের শেষদিকে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি নভেম্বরের প্রথম দিকে কূটনীতিক ভবন থেকে পালিয়ে যান।

রোমে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং-গিল’র বাবা ও শ্বশুর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। এর আগে সবশেষ সিনিয়র কোনও কূটনীতিক হিসেবে লন্ডনে উত্তর কোরিয়ার ডেপুটি রাষ্ট্রদূত তার পদ ছাড়েন।

ওই রাষ্ট্রদূত থায়ে ইয়ং-হো ২০১৬ সালে তার পদ ছেড়ে দিয়ে স্ত্রী ও সন্তানসহ দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন।

উত্তর কোরিয়া অন্যতম একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে পদ ছাড়ার ঘটনাকে দেশটির নেতা কিম জং-উনের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.