ইতালির ল্যাম্পিদুসা দ্বীপে ১৪৯ অভিবাসীকে উদ্ধার করল ইতালির কোস্ট গার্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে গতকাল শনিবার সন্ধার দিকে ঝড়ের কবলে পড়ে, জাহাজডুবির ঘটনায় মোট ১৪৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় আরো ২০ জন নিখোঁজ রয়েছে। আজ রবিবার (২৪ নভেম্বর)  দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।

ইতালিয়ান কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায় উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত অভিবাসীরা কোস্টগার্ডকে জানায়,নৌযানের কর্মীদের বাদে এতে ১৬০ জন যাত্রী ছিলেন,এখনো ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপ থেকে উত্তর আফ্রিকা উপকূল কাছাকাছি, তাই দেশত্যাগী এই অভিবাসীরা ইউরোপে প্রবেশের জন্য প্রথম এই দ্বীপে এসে পৌঁছানোর চেষ্টা করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.