ইতালির মিলানে ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে বহু গাড়ি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালির মিলানে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বহু গাড়িতে আগুন ধরে গেছে। সেগুলো এখন দাউদাউ করে জ্বলছে। এ ঘটনায় একজন আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ মে) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, অক্সিজেন গ্যাস পরিবহনকারী একটি কনটেইনার ভ্যানে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইতালির গণমাধ্যমে সম্প্রচার হওয়ার এক ভিডিও ফুটেজে দেখা যায়, মিলানের রোমানা এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন নেভাতে কাজ করছে কয়েকটি অগ্নিনির্বাপক দল।
ইতালির স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, সড়কটির পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি আবাসিক ভবন এই বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একজন আহত হওয়া ছাড়া হতাহতের আর কোনো তথ্য পাওয়া যায়নি। এতে ওই স্কুলসহ আশপাশের আবাসিক ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
ক্লাব ফুটবলের দুই প্রতিদ্বন্ধী ইন্টার মিলান ও এসি মিলানের কার্যালয় অবস্থিত মিলান শহরে। বৃহস্পতিবার স্থানীয় সময় ক্লাব দুইটি মুখোমুখি হয়। খেলা শেষ হওয়ার পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.