BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইতালিতে বাড়ছে বিদেশি কোটিপতি, কারণ কী?

ইতালিতে বাড়ছে বিদেশি কোটিপতি, কারণ কী?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ বাড়ছে বিদেশি কোটিপতিদের। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ হাজার ৬ শতাধিক বিদেশি কোটিপতি ইতালিতে স্থায়ীভাবে ব্যবসা ও পরিবারসহ বসবাস শুরু করেছেন।

এক বছরে এতো বেশি সংখ্যক বিদেশি কোটিপতি আগে কখনো ইতালিতে বসবাসে আগ্রহ প্রকাশ করেনি। ধনীদের আগমনে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি। বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও।

সম্প্রতি প্রকাশিত ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কর সুবিধা এবং উচ্চমানের জীবনযাত্রার সন্ধানকারী ধনীদের জন্য ইতালি ইউরোপে প্রথম, বিশ্বে তৃতীয় সর্বাধিক কোটিপতি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় দেশ হয়ে ওঠেছে।

সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পর ইতালির অবস্থান তৃতীয় যা দেশটির ইতিহাসে প্রথম। হাজার হাজার বিদেশি কোটিপতি ইতালির শিল্প, আবাসন ও কৃষিক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ইউরো বিনিয়োগ করছেন, এতে শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনীতি।

২০১৭ সাল থেকে ইতালি বিদেশে উৎপাদিত আয়ের, দুই লাখ ইউরো সীমার উপর ১৫ বছর মেয়াদি একটি নিম্ন বার্ষিক কর প্রদানের অনুমতি দেয়। যা এই ব্যবস্থাপনায় বিদেশে আর্থিক বিনিয়োগ, বিদেশি উত্তরাধিকার থেকে প্রাপ্ত মূলধন ও লাভের উপর নিম্ন কর ধার্য করা হয়।

পূর্বে আইনটি থাকলেও বিদেশিদের কাছে এর প্রচার খুব কম ছিল। কিন্তু বর্তমান জর্জিয়া মেলোনি সরকার তা ঘটাকরে সামনে নিয়ে আসেন। এতে করে ইতালির প্রতি বিদেশি কোটিপতিদের এতো বেশি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্যবসায় সুযোগ বৃদ্ধি পেলে বিনিয়োগ বাড়বে, উৎপাদন ক্ষেত্রের বিস্তৃতি ঘটবে, ফলে ইতালির অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে মনে করেন অনেকে। তবে অর্থনীতির জন্য অর্থ সুফল বয়ে আনে, যদি তা সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা হয়। অন্যথায় নিয়ন্ত্রহীন অতিরিক্ত বিদেশি বিনিয়োগ, ইতালির অর্থনীতির জন্য বিষফোঁড়া হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির অর্থনীতিবিদরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-১৫, আহত-১৯ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: বিপুল রাসায়নিক উদ্ধার, তিন নারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার-কয়েকটি কবর ভাঙচুর শিবগঞ্জে খুঁটিতে বেঁধে যুবকের হাত-পা কেটে নেওয়ার চেষ্টা, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাঁওতাল পল্লীর ঐতিহাসিক পুকুর ভরাট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী রাজশাহী নগরীর দাসপুকুর আইডি বাগান মাদকের হাটে পরিণত আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে : মিলন বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন