ইকুয়েডরের তিন সাংবাদিকের লাশ উদ্ধার কলম্বিয়ার সীমান্ত থেকে

 

বিটিসি নিউজ ডেস্ক:কলম্বিয়ার সীমান্তবর্তী জঙ্গল থেকে ইকুয়েডরের তিন সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণ করার পরে তাদেরকে হত্যা করা হয়।

সোমবার কলম্বিয়ার কৌঁসুলীরা এ কথা জানান।খবর এএফপি’র।

বৃহস্পতিবার লাশগুলো উদ্ধার করা হয়। এরা হলেন ইকুয়েডরের সাংবাদিক জাভিয়ার ওর্তেগা (৩২), ফটোগ্রাফার পল রিভাস (৪৫) ও তাদের গাড়ি চালক এফরেইন সেগেরা (৬০) রয়েছেন। গত ২৬ মার্চ এ তিনজনকে অপহরণ করা হয়েছিল।

কলম্বিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়, লাশগুলো ইকুয়েডর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তারা ইতোমধ্যে ক্যালি থেকে বিমানের ব্যবস্থা করেছে।

সীমান্তবর্তী দুর্গম এলাকায় মাদক সংক্রান্ত সহিংসতা নিয়ে প্রতিবেদন তৈরী করার সময় এ তিনজন অপহৃত হন। ইকুয়েডরের প্রভাবশালী এল কমার্সিও সংবাদপত্রে তারা কাজ করতেন। ( সূত্র: বাসস )

Comments are closed, but trackbacks and pingbacks are open.