ইকুয়েডরের গ্যাং লিডারের পরিবারকে বের করে দিলো আর্জেন্টিনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের কুখ্যাত গ্যাং লিডার অ্যাডলফো মাসিয়াস ভিয়ামারের স্ত্রী এবং সন্তানদের বের করে দিয়েছে আর্জেন্টিনা। দশ দিন আগে ইকুয়েডরে টিভির লাইভ অনুষ্ঠানে ঢুকে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনার মূল হোতা ছিলেন অ্যাডলফো মাসিয়াস ভিয়ামার। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
অ্যাডলফো মাসিয়াস ভিয়ামার দেশটির সন্ত্রাসী চক্র লস চনেরোসের হোতা। মাদক পাচার, খুনসহ বিভিন্ন  অপরাধের দায়ে তার এরইমধ্যে ৩৪ বছরের সাজা হয়েছে। গত ৭ জানুয়ারি তিনি ইকুয়েডরের কারাগার থেকে পালিয়ে যান।
এদিকে মাসিয়াসকে খুঁজে বের করতে ইকুয়েডরজুড়ে চলছে জরুরি অবস্থা।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী বলেন, অ্যাডলফো মাসিয়াস ভিয়ামার পরিবারকে দেশ থেকে বের করে দিয়ে আর্জেন্টিনা প্রমাণ করেছে, তারা অপরাধীদের প্রশ্রয় দেয় না।
১০ জানুয়ারি ইকুয়েডরে টিভির লাইভ অনুষ্ঠান চলাকালে সম্প্রচারকক্ষে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। সেই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায়ও মাসিয়াস ওরফে ফিতোর গ্যাং জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু  তাই না, ৪৪ বছর বয়সী ফিতোর বিরুদ্ধে কারাগারে সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.