ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অটাম ২০২৫ অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)–এর উদ্যোগে অটাম ২০২৫ সেমিস্টারের ফ্রেশারদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম চট্টগ্রাম সিনিয়রস’ ক্লাব লিমিটেড হলে সফলভাবে অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, কন্ট্রোলার অফ এক্সামস ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের এডভাইজার অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, প্রফেসর মোঃ বজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস.এম. শহিদুল আলম এবং মার্কেটিং এন্ড অ্যাডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ইসমাইল বিন আজিজ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইউসিটিসির শিক্ষা কার্যক্রম ও ভিশনের প্রশংসা করেন।
তাঁরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ইউসিটিসি দ্রুতই এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।দিনব্যাপী এ অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের মিলনমেলা এবং দুপুরের মেজবান আয়োজনের মাধ্যমে এক আনন্দঘন আবহে পরিণত হয়।
ইউসিটিসির এই আয়োজন নবীন শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথে প্রেরণাদায়ক সূচনা হয়ে থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.