ইউরোর লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘ডি’তে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রবিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায়।
সময়টা দারুণ কাটছে ইংল্যান্ডের। সবশেষ পাঁচ ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে ইংলিশরা। গত ম্যাচে রোমানিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থ্রি লায়নরা।
দলের ফুটবলাররা ছন্দে থাকায় ক্রোয়েশিয়ার বিপক্ষে অনেকটাই নির্ভার কোচ সাউথগেট। সেই সাথে চিলওয়েল-মাউন্ট-হ্যারি কেইনরা জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত।

দু’দলের ১০ বারের মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের ৫ জয়ের বিপরীতে ক্রোয়েশিয়ার জয় ৩টি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। যদিও সর্বশেষ নেশন্স লিগে ক্রোয়েটদের বিপক্ষে জয়টা অনুপ্রেরণা জোগাচ্ছে ইংলিশ শিবিরে।

অন্যদিকে প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে ক্রোয়েশিয়া। তারপরও লুকা মদ্রিচ-পিরিসিচদের ওপর ভরসা রেখেছেন কোচ দালিচ।

প্রতিপক্ষকে সমীহ করেই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ক্রোয়েশিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.