BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি, ইতালি এবং গ্রিসের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, এসব সংগঠনকে ‘হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, জার্মান-ভিত্তিক অ্যান্টিফা অস্টকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রীস এবং ইতালির আরও তিনটি সংগঠনকে একই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

রুবিও বলেন, ‘এই আন্দোলনের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো বিপ্লবী নৈরাজ্যবাদী বা মার্কসবাদী মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়, যার মধ্যে রয়েছে আমেরিকা-বিরোধীতা, পুঁজিবাদ-বিরোধীতা এবং খ্রিস্টধর্ম-বিরোধীতা। তারা এগুলো ব্যবহার করে অভ্যন্তরীণ ও বিদেশে সহিংস আক্রমণকে উস্কে দেয় এবং ন্যায্যতা দেয়।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা রক্ষার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার চালিয়ে যাবে এবং সন্ত্রাসীদের অর্থায়ন ও সম্পদ বাজেয়াপ্ত করবে।’

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরে ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এবং দেশজুড়ে অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা অ্যান্টিফা অস্টের অনুসারীদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন।

জার্মান পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ ছিল না।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ২০২৪ সালের এক প্রতিবেদনে অ্যান্টিফা অস্ট গ্রুপকে ‘সহিংস নেটওয়ার্ক’ হিসেবে ঘোষণা করে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বরের মধ্যে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অ্যান্টিফা অস্ট ছাড়াও ইতালির ‘ইনফরমাল অ্যানার্কিস্ট ফেডারেশন/আন্তর্জাতিক বিপ্লবী ফ্রন্ট’ এবং গ্রিসের ‘সশস্ত্র সর্বহারা ন্যায়বিচার’ এবং ‘রেভোলিউশনারি ক্লাস সেলফ-ডিফেন্স’কে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য নেই।

নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রীক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে কাজ করে যাচ্ছে। আমরা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু