ইউরোপা লিগেও বিবর্ণ বার্সা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফিনিশিংয়ে দুর্বলতা আরও একবার ভোগালো বার্সেলোনাকে। প্রায় ১৮ বছর পর ইউরোপা লিগে খেলতে নেমে ঘরের মাঠে নাপোলির সঙ্গে ড্র করলো জাভি হার্নান্দেজের দল।
ক্যাম্প ন্যুয়ে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে নাপোলি। পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা সমতায় ফেরে পেনাল্টিতে, গোল করেন ফেররান তরেস।
ম্যাচে দাপট দেখিয়ে খেলেও জয় তুলে নিতে পারেনি বার্সা। ৬৭ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, যার মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নাপোলি ৪ শটের ৪টিই লক্ষ্যে রাখে।
গত রোববার দুর্বল এস্পানিওলের মাঠে হারের মুখ থেকে কোনোমতে ড্র করেছিল বার্সা তারা। এখানেও পিছিয়ে পড়ে ড্র করলো দলটি।
ম্যাচের শুরু থেকে আক্রমণ করলেও গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন পেদ্রি, অবামায়েং, তোরেসরা। পাল্টা আক্রমণে ২৯তম মিনিটে এগিয়ে যায় নাপোলিই।
পিওতর জিয়েলিন্সকির শট প্রথমে পা দিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে ফিরতি বল পেয়ে সেটা জালে জড়াতে ভুল করেননি পোলিশ ফরোয়ার্ড।
পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধেও এলোমেলো ফুটবল খেলেছে। অবশেষে তারা ৫৯তম মিনিটে হাঁফ ছেড়ে বেঁচেছে পেনাল্টির কল্যাণে। ডি-বক্সে নাপোলির ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে সমতা টানেন তরেস।
৮৭তম মিনিটে দলকে জেতানোর সুযোগ এসেছিল তরেসের সামনে। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তরুণ এই ফরোয়ার্ড। শেষপর্যন্ত ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.