ইউরোতে ‘বিশেষ কিছু করে দেখাতে’ উন্মুখ ডাচরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্টে বিবর্ণ শুরু করা নেদারল্যান্ডস সেমি-ফাইনালে জায়গা করে নিয়ে হয়ে উঠেছে আত্মবিশ্বাসী। দারুণ সুযোগটি কাজে লাগাতে মুখিয়ে দলটি। এবারের ইউরোতে বিশেষ কিছু উপহার দেওয়ার লক্ষ্য তাদের। ডাচদের এখন একটাই চাওয়া, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তোলা।
গ্রুপ পর্বে তৃতীয় সেরা চার দলের একটি হয়ে নক আউট পর্বে পা রাখা নেদারল‍্যান্ডস নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে। শেষ ষোলোয় রোমানিয়াকে ৩-০ গোলে হারানোর বিপক্ষে হারানোর কোয়ার্টার-ফাইনালে তুরস্কের বিপক্ষে জিতেছে ২-১ গোলে। দুই দশক পর পা রেখেছে ইউরোর সেমি-ফাইনালে।
শেষ চারে খেলবে নেদারল্যান্ডস, টুর্নামেন্টের শুরুর দিকে এই বাজি ধরার লোক ছিল খুব কমই। অনেকের ধারণা ভুল প্রমাণ করতে পেরে উচ্ছ্বসিত দলটির কোচ রোনাল্ড কুমান। তবে এখনই আত্মতুষ্টিতে ভুগছেন না তিনি।
“সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আরও দুটি ম্যাচ খেলব। এটা কেউ আশা করেনি। তবে আমাদের অভিযান এখনো শেষ হয়নি। সেমি-ফাইনাল খেললে আপনি ফাইনালেও যেতে চাইবেন।”
ইউরোতে নেদারল্যান্ডসের সেরা সাফল্যের স্বাক্ষী এই কুমান। ১৯৮৮ ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া দলের ডিফেন্ডার ছিলেন তিনি। ইউরোপ-সেরার মঞ্চে ডাচদের সেরা ধারাবাহিকতা ছিল পরের সময়টায়ও। কিন্তু ফাইনালের মঞ্চে আর পা রাখা হয়নি তাদের।
দলকে আবার সেই মঞ্চে দেখতে চান কুমান। আর সেখানে প্রতিপক্ষ হিসেবে তার চাওয়া স্পেন। তবে এর আগে ইংল্যান্ড চ্যালেঞ্জ পাড়ি দেওয়ায় মনোযোগ দিতে চান তিনি।
“আমি স্পেনের বিপক্ষে খেলতে পছন্দ করব, কারণ আমরা ইতিমধ্যে গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে খেলেছি। আগে আমাদের ইংল্যান্ডকে হারাতে হবে।”
গ্রুপ পর্বে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। এবার অবশ্য দল নিয়ে সন্তুষ্ট তিনি। বললেন, শিরোপা জয়ের স্বপ্ন এবার পূরণ করতে চান তারা।
“আপনি যখন দেখবেন সবাই কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেভ করেছে, ব্লক বা ট্যাকল করেছে… আমরা সবাই মিলে কাজটি করেছি। আমরা সবাই আমাদের স্বপ্নকে সত্যি করতে চাই এবং আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমি এই ছেলেদের জন্য গর্বিত।”
ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেন তো এবারের ইউরোতে বিশেষ কিছু করতে আত্মবিশ্বাসী। বললেন, শিরোপা উঠবে তাদেরই হাতে।
“এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিশেষ কিছু করতে পারার ব্যাপারে দারুণ বিশ্বাস আছে আমাদের। আমরা দৃঢ়তা দেখিয়েছি এবং মানসিকভাবেও আমরা শক্তিশালী। পরের দুই ম্যাচে আমাদের সেরাটা উজাড় করে দেওয়াটা গুরুত্বপূর্ণ হবে। তারপর আশা করছি শিরোপা নিয়েই বাড়ি ফিরব।”
নেদারল্যান্ডস ফরোয়ার্ড ভাউট ভেহর্স্ট তো মনে করছেন, শিরোপা জয়ের খুব কাছে তারা।
“আমরা শিরোপা জয়ের কাছাকাছি আছি। এ এক অনন্য সুযোগ। আমরা এর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.