ইউভেন্তুস অধ্যায় শেষ স্ট‍্যাসনির

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: চুক্তির মেয়াদ বাকি ছিল আরও এক বছর। তবে আগেভাগেই ইউভেন্তুসের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেল ভয়চেখ স্ট‍্যাসনির। ইতালিয়ান ক্লাবটি ছাড়লেন এই পোলিশ গোলরক্ষক।
পারস্পারিক সমঝোতায় দুই পক্ষের চুক্তি বাতিলের কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় ইউভেন্তুস। সাত বছর সেরি আর দলটিতে ছিলেন ৩৪ বছর বয়সী স্ট‍্যাসনি।
এখন ‘ফ্রি এজেন্ট’ হিসেবে নতুন ঠিকানা বেছে নিতে পারবেন তিনি। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, সেরি আর আরেক দল মনসা কিংবা সৌদি প্রো লিগের দল আল নাস্রে যাওয়ার সম্ভাবনা আছে তার।
স্ট‍্যাসনি পেশাদার ক্যারিয়ার শুরু করেন আর্সেনালে, ১৫ বছর বয়সে ২০০৬ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি। মাঝে ধারে ব্রেন্টফোর্ড ও রোমাতেও খেলেন তিনি। ২০১৭ সালে যোগ দেন ইউভেন্তুসে।
তুরিনের দলটির হয়ে তিনি খেলেছেন ২৫২ ম্যাচ। জিতেছেন তিনটি করে সেরি আ ও ইতালিয়ান কাপ। জাতীয় দল পোল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৮৪ ম্যাচ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.