ইউপি নির্বাচন: আদমদীঘির ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জনসহ ৩৩০জনের মনোনয়নপত্র দাখিল


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আগামী ৫জানুয়ারী ইউনিয়ন পরিষদ ৫ম ধাপের নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলায় ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন, সংরক্ষিত নারী আসনে ৭৭জন ও সাধারন সদস্য পদে ২১৭ জনসহ মোট ৩৩০জন প্রতিদন্দি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত তারা উপজেলা রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, আদমদীঘি সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন, আওয়ামীলীগের (নৌকা) জিল্লুর রহমান, জাপা (লাঙ্গল) আবু রায়হান রিটু, সতন্ত্র হিসাবে ফেরদৌস হোসেন, বুলবুল ফারুক, শফিকুল ইসলাম খান লিখন, ফাইিম হোসেন। সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৩জন।
ছাতিয়ানগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, আওয়ামীলীগের (নৌকা) আব্দুল হক আবু, সতন্ত্র হিসাবে আব্দুল মোক্তাকিম তালুকদার, আব্দুল মতিন মাজু, শেখ ফরিদ, হাফিজুল ইসলাম। সংরক্ষিত মহিলা আসনে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৬জন।
নসরতপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, আওয়ামীলীগের (নৌকা) আব্দুর রাজ্জাক, সতন্ত্র হিসাবে গোলাম মোস্তফা, উজ্জল হোসেন, রাশেদ, জাহাঙ্গীর আলম। সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৭জন। কুন্দগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, আওয়ামীলীগের (নৌকা) শামিম উল ইসলাম, সতন্ত্র হিসাবে বর্তমান চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, গোলাম কিবরিয়া, সাজেদুর রহমান ও জাপার (লাঙ্গল) মামুনুর রশিদ।
সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও সাধারণ সদস্য পদে ২৯জন। চাঁপাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৮জন, আওয়ামীলীগের (নৌকা) শামসুল হক সাম, সতন্ত্র হিসাবে ইউনুছ আলী, ফরিদ হোসেন সরকার, শফিকুল ইসলাম, আব্দুস ছালাম, আবু বক্কর ছিদ্দিক, নুরুল হুদা, জাপার (লাঙ্গল) মনছুর আলী।
সংরক্ষিত মহিলা আসনে ১২ জন ও সাধারণ সদস্য পদে ২৭জন এবং সান্তাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, আওয়ামীলীগের (নৌকা) নাহিদ সুলতানা, সতন্ত্র হিসাবে বর্তমান চেয়ারম্যান এরশাদুল হক, সাজেদুর ইসলাম, রবিউল ইসলাম, মোজাহার হোসেন পিন্টু, ছালাম হোসাইন, জাপা (লাঙ্গল) মুক্তার হোসেন। সংরক্ষিত মহিলা আসনে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৫জন প্রতিন্দন্দিত প্রার্থী উপজেলা রিটার্নি অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.