ইউপি নির্বাচনঃ সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

খুলনা ব্যুরো: সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১০ টি আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও ১১ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ১১ জনের মধ্যে রয়েছেন ৭ জন আওয়ালীগের বিদ্রোহী প্রার্থী, ৩ জন বিএনপির ও একজন জামাতের।

বেসরকারীভাবে নির্বাচিতরা হলেন, তালা সদরের সরদার জাকির হোসেন (আ.লীগ), খলিলনগর ইউনিয়নের প্রণব ঘোষ বাবলু (আ.লীগ), তেতুলিয়া ইউনিয়নের আবুল কালাম (আ.লীগ), খলিশখালি ইউনিয়নের মোজাফফর রহমান (আ.লীগ), মাগুরা ইউনিয়নের গণেশ চন্দ্র দেবনাথ (আ.লীগ), ইসলামকাটী ইউনিয়নের গোলাম ফারুক (স্বতন্ত্র জামাত), ধানদিয়া ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র বিএনপি), সরুলিয়া ইউনিয়নের আব্দুল হাই (স্বতন্ত্র আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী), জালালপুর ইউনিয়নে মোঃ মফিদুল হক লিটু (স্বতন্ত্র বিএনপি), খেশরা ইউনিয়নে শেখ কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী )।
অপরদিকে কলারোয়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, যুগীখালি ইউনিয়নে রবিউল হাসান(আ.লীগ), সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন(আ.লীগ), লাঙলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম (আ.লীগ), দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে(আ.লীগ), হেলাতলা ইউনিয়নে মোঃ মোয়াজ্জেম হোসেন(স্বতন্ত্র বিএনপি), জয়নগর ইউনিয়নে বিশাখা সাহা (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), জালালাবাদে মাহফুজুর রহমান নিশান (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), কয়লা ইউনিয়নে সোহেল রানা (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), চন্দনপুর ইউনিয়নের মোঃ ডালিম হোসেন (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী)। এছাড়া ভোট গননায় এগিয়ে রয়েছেন কেঁড়াগাছি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন হাবিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.