ইউক্রেন সীমান্তে জড়ো হয়েছে এক লাখ রাশিয়ান সৈন্য, ন্যাটোর ওয়ার্নিং

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ বেড়েই চলেছে। ন্যাটোর হিসাবে, এক লাখ রাশিয়ান সৈনিক জড়ো হয়েছে এখানে। এ নিয়ে দেশটির উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।
আজ সোমবার (১৫ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্টলটেনবার্গ বলেন, পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার পাশে থাকবে। তিনি সামরিক কর্মকাণ্ডের ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটিকে।
তিনি বলেন, আমাদের পরিষ্কার চোখ থাকতে হবে। আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি সে সম্পর্কে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা জানি, ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার আগে এই ধরনের সামরিক ক্ষমতা ব্যবহার করতে ইচ্ছুক রাশিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.