ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে মধ্যস্থতা করতে চায় তুরস্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ প্রস্তাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এরদোগান জানান, শস্য রফতানি নিয়ে আঙ্কারা যেভাবে মধ্যস্থতা করেছে; রুশ দখলকৃত পরমাণু কেন্দ্র নিয়ে সংকট সমাধানেও সেভাবেই পদক্ষেপ নিতে চান। আরেকটি চেরনোবিল দুর্ঘটনা এড়াতে চান বলেও মন্তব্য করেন এরদোগান। তবে ইউক্রেনকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছেন কিনা তা জানা যায়নি।
জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঘিরে পাল্টাপাল্টি হামলায় তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। স্যাটেলাইট ইমেজে স্থাপনার বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতির নমুনাও দেখা গেছে।
শনিবারও কাছাকাছি শহর এনারহোডারে একটি রুশ ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। তারা জানায়, সেখানে গোলাবারুদের বেশ বড় মজুদ ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.