‘ইউক্রেন যুদ্ধে যে পক্ষই জিতুক না কেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হেরেছে’

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেন যুদ্ধে যে দেশই বিজয়ী হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে হেরে যাবে। আমেরিকান দ্বিমাসিক রক্ষণশীল আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ম্যাগাজিন ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট’ এক রিপোর্টে এ কথা জানায়।
রিপোর্টে বলা হয়েছে— রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব শুরু হওয়ার পর পশ্চিমারা দ্রুত একত্রিত হয়। রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি কেনা বন্ধসহ মস্কোর বিরুদ্ধে বিস্তৃত নিষেধাজ্ঞা জারি করে।
এতে আরও বলা হয়, পশ্চিমের এ জ্বালানি নিষেধাজ্ঞাগুলো ব্যাপক পরিসরে ‘ব্যাকফায়ার করেছে, যার ফলে মুদ্রাস্ফীতি ও সরবরাহে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি এত গুরুতর যে ব্রাসেলস এখন অর্থনৈতিক পরিণতি মোকাবিলা করতে লড়াই করছে।’
প্রতিবেদনে বলা হয়, ১৯৪৯ সালে ন্যাটো গঠনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিক অনুমানগুলোর মধ্যে মাথা গুঁজে রাখা অব্যাহত রাখে, তবে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ এবং ক্ষমতার অতিরিক্ত প্রসারে পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে চলেছে।
ম্যাগাজিনটি বলা হয়েছে— ‘মার্কিন যুক্তরাষ্ট্র আর বিশ্বের একমাত্র প্রভাবশালী শক্তি নয়।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.