ইউক্রেন পৌঁছালো মার্কিন সামরিক সহযোগিতার প্রথম চালান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতা প্যাকেজের প্রথম চালান ইউক্রেন পৌঁছেছে। আজ শনিবার (২২ জানুয়ারি) ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনা মোতায়েন নিয়ে উত্তেজনার মধ্যে এই সামরিক সহযোগিতা কিয়েভ পৌঁছালো। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কিয়েভ সফর করেন।
যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের আশঙ্কা ইউক্রেন দখল করতে মস্কোর এই সেনা মোতায়েন। তবে রাশিয়া কোনও সামরিক অভিযানের পরিকল্পনা করার কথা অস্বীকার করেছে।
ডিসেম্বরে ইউক্রেনকে ২০০ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতা প্যাকেজটি অনুমোদন করে ওয়াশিংটন।
মার্কিন দূতাবাস ফেসবুকে লিখেছে, ইউক্রেনের সশস্ত্রবাহিনীকে এমন সহযোগিতা দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.