ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের হুঁশিয়ারি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া সোমবার বলেছে যে, ইউক্রেনের জন্য মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিগুলির মধ্যে সরাসরি সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে যা বিপর্যয়ের মধ্যে শেষ হতে পারে।
রাশিয়ান এবং মার্কিন কূটনীতিকদের মতে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২০২২ সালের ইউক্রেনের আক্রমণ ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়া এবং পশ্চিমের মধ্যে সম্পর্কের সবচেয়ে খারাপ অবস্থানে নিয়ে গিয়েছে। মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনে বিলিয়ন ডলার অতিরিক্ত সামরিক সহায়তা অনুমোদনের মাত্র দুই দিন পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো রাশিয়ার ‘কৌশলগত পরাজয়’ ঘটানোর ধারণা নিয়ে মগ্ন।
ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে ফেলেছে। ‘পশ্চিমারা পরমাণু শক্তিগুলির মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে বিপজ্জনকভাবে ঝাঁকুনি দিচ্ছে, যা বিপর্যয়কর পরিণতিতে পরিপূর্ণ,’ ল্যাভরভ মস্কোয় একটি সম্মেলনে বলেছেন।
‘বিশেষ উদ্বেগের বিষয় হল যে এটি পশ্চিমা পারমাণবিক রাষ্ট্রগুলোর ‘জোট’ যারা অপরাধী কিয়েভ শাসনের মূল পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে, বিভিন্ন উস্কানিমূলক পদক্ষেপের প্রধান সূচনাকারী। আমরা এতে গুরুতর কৌশলগত ঝুঁকি দেখতে পাচ্ছি, যা পারমাণবিক বিপদের স্তরে’বৃদ্ধির দিকে পরিচালিত করে।’
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে যে, তাদের হুঁশিয়ারিকে গুরুত্ব সহকারে নিতে হবে। যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন যে, তারা রাশিয়ান পারমাণবিক দৃষ্টি-ভঙ্গিতে কোন পরিবর্তন দেখেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.