BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ায় দূত পাঠাবেন ট্রাম্প

ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ায় দূত পাঠাবেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার দূত স্টিভ উইটকফকে মস্কোতে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পাঠাচ্ছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি চূড়ান্ত করতে উইটকফকে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, ‘মাত্র কয়েকটি বিষয়ে মতবিরোধ বাকি আছে।’

যদিও ইউরোপীয় নেতারা তা পুরোপুরি মানতে পারছেন না। অপরদিকে কিয়েভের উপর মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে।

ট্রাম্প শিগগিরই পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করার আশা প্রকাশ করেছেন। তবে তার আগে চুক্তি চূড়ান্ত হতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য প্রথমে যুক্তরাষ্ট্র ২৮ দফার যে পরিকল্পনা দিয়েছিল তা মস্কোর স্বার্থে করা হয়েছিল বলে দাবি উঠেছিল। পরে ইউক্রেনের পক্ষে পরিকল্পনাটি সংশোধন করে নতুন সংস্করণ দেয় কিয়েভের ইউরোপীয় মিত্ররা। নতুন সংস্করণের সাথে পরিচিত একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে বলেছেন, এটি উল্লেখযোগ্যভাবে ভালো।

যদিও মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে, দুই পক্ষের মধ্যে ‘সূক্ষ্ম’ কয়েকটি সমস্যা এখনও রয়ে গেছে।

অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি বা নতুন ইউক্রেন-বান্ধব প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য স্পষ্টতই রাশিয়ার কোনো ইচ্ছা নেই।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন ও রাশিয়ান প্রতিনিধিদেরসহ এ বিষয়ে সর্বশেষ আলোচনা আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনকে সমর্থনকারী ৩০টি দেশের একটি প্রতিনিধি দলও মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠক করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গাংনীতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপি’র বিক্ষোভ রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে জরিমানা রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতা শিপলুর জন্মদিন উপলক্ষ্যে নেতাকর্মীদের মিলনমেলা রাজশাহীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব নিয়ে যা জানালেন প্রেস সচিব আদমদীঘিতে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আদমদীঘিতে শহীদ ও মৃত্যুবরণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে স্বরণ সভা চার অধ্যাদেশের খসড়া অনুমোদন দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা প্রয়োজন – নুর মোহাম্মাদ আবু তাহের ইসলামপুরে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন